بـسـم الله الـرحـمٰـن الرحـيْـم

    • রহিম মার্কেট, সানারপাড়
    • সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ, ঢাকা
    • রহিম মার্কেট, সানারপাড়
    • সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ, ঢাকা

পরিচিতি

ভূমিকা

মারকাযুল উলূম আইডিয়াল একাডেমি সনাতনী দরসে নিযামী, প্রচলিত সাধারণ শিক্ষা ও সকল বিভাগে আন্তর্জাতিক মান সম্পন্ন একটি আধুনিক শিক্ষাঙ্গনের নাম। একটি জাতির সুস্থ বিকাশ ও বিনির্মানের জন্য জাগতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধন অনিবার্য। কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিক অবক্ষয় থেকে বিরত রাখে এবং জাগতিক শিক্ষা মানুষের জন্য পৃথিবীতে জীবিকা নির্বাহের পথ সুগম করে দেয়। তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের এ যুগে সাধারণ শিক্ষা বা জাগতিক শিক্ষা কোরআন ও হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণে সম্পূরক ভূমিকা পালন করে। তাই আন্তর্জাতিকভাবে প্রচলিত এই দুই শিক্ষা পদ্ধতির অপূর্ব সমন্বয়ের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেই প্রতিষ্ঠিত হয়েছে মারকাযুল উলূম আইডিয়াল একাডেমি

২০১৬ সালের দুই মাস পূর্ব থেকে আলোচনা-পর্যালোচনা ও পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও মারকাযুল উলূম আইডিয়াল একাডেমি –এর নিজস্ব নামে আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্রতিষ্ঠা লাভ করে ২০১৬ সালের পহেলা জানুয়ারীতে। দক্ষিণ সানারপাড় এলাকার রহিম মার্কেট সংলগ্ন আলফেসানি জামে মসজিদের পাশে কাজী ম্যানশনের পঞ্চম তলা ভাড়া চুক্তির মাধ্যমে মাদরাসার অস্থায়ী ক্যাম্পাসের সূচনা হয়। সেই সূচনা বিভিন্ন প্রতিকূল অবস্থা পেড়িয়ে ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

লক্ষ্য ও উদ্দেশ্য

প্রতিটি শিক্ষার্থীকে উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মানের হাফেজ তৈরী করা। অতঃপর পবিত্র কোরআন ও সুন্নাহকে বোঝার জন্য মাদানী নেসাব পদ্ধতিতে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা। এর সাথে সাথেই সাধারণ শিক্ষার স্নাতক স্তরও সম্পন্ন করা। যাতে তারা উভয় ধারার শিক্ষায় সমৃদ্ধ হয়ে আন্তর্জাতিক মানের স্কলার হিসেবে গড়ে উঠতে পারে।

বৈশিষ্ট্য

  • হিফজুল কোরআন বিভাগের ছাত্রদের জন্য দেশী ও বিদেশী ক্বারীদের তেলাওয়াতের আঙ্গিকে নিয়মিত প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় সাফল্যের সাথে অংশগ্রহণ।
  • বাংলাদেশ কওমী মাদরাসার শিক্ষাবোর্ড ও জাতীয় শিক্ষাবোর্ডের অভূতপূর্ব সমন্বয় সাধন।
  • ছাত্রদেরকে বাংলা, আরবী ও ইংরেজি ভাষায় পারদর্শী করে গড়ে তোলার প্রচেষ্টা।
  • দাওয়াত, তালীম ও তাযকীয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
  • সাংস্কৃতিক কার্যক্রম তথা সৃজনশীল বক্তৃতা, প্রবন্ধ ও কবিতা লেখালেখি ও প্রচুর পরিামাণে নির্বাচিত বই পড়ার প্রতি উৎসাহিত করা। এর সাথে সাথে হামদ-না’তসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের আয়োজন করা।
  • শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত লেখা, প্রবন্ধ ও কবিতা মাদরাসার দেয়ালিকা ও ওয়েবসাইটের ব্লগে প্রকাশ করা।

অবস্থান

গুলিস্তান জিরো পয়েন্ট থেকে চিটাগাং রোডগামী বাসে সানারপাড় স্টেশনে নেমে, দক্ষিণ দিকে রহিম মার্কেট সংলগ্ন আলফেসানি জামে মসজিদের সাথে, কাজী ম্যানশনের পঞ্চম তলায় মনোরম পরিবেশে সম্পূর্ণ নিরাপত্তার সাথে প্রতিষ্ঠানটি অবস্থিত।

পরিচালনা

পরিচালনার জন্য রয়েছে অভিজ্ঞ পরিচালনা পর্ষদ। দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত হয়েছে কার্যকরী ক্ষমতাসম্পন্ন উপদেষ্টা পর্ষদ, যারা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রমে সুপরামর্শ দ্বারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতির জন্য বিশেষ ভূমিকা রাখেন।

উপদেষ্টামণ্ডলী

  • হাফেজ ক্বারী আবদুল হক্ব (দা. বা.)
  • হাফেজ মাহফুজুল হক্ব (দা. বা.)
  • হাফেজ মাওলানা খুরশিদ আলম (দা. বা.)
  • মাওলানা মাসুম (দা. বা.)
  • জনাব ইউনুস জোমাদ্দার
  • জনাব আবদুর রাজ্জাক খান
  • জনাব আলাউদ্দিন জোমাদ্দার
  • জনাব নুরুল ইসলাম জোমাদ্দার
  • জনাব হেমায়েত উদ্দিন খান
  • জনাব আবদুল খালেক খান
  • জনাব মুখলেসুর রহমান খান

পরিচালনা পরিষদ

  • প্রতিষ্ঠাতা ও পরিচালক: হাফেজ মাওলানা মুফতী মুনতাসির রহমান
  • সভাপতি: আলহাজ্ব আবদুল মালেক জোমাদ্দার
  • সহ-সভাপতি: জে এম জাকির হোসেন
  • সহপরিচালক: হাফেজ মাওলানা মুফতী সাজ্জাদ হোসেন
  • অর্থ সম্পাদক: জে এম আনিসুর রহমান মনির
  • সহ-সেক্রেটারি: জনাব জাফর হাওলাদার
  • প্রচার সম্পাদক: মাহবুবুর রহমান
  • সার্বিক ব্যবস্থাপনা: ফয়সাল আহমাদ